সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলাম লয়েছ এর উদ্যোগে শিক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার সময় নগরীর ৪২নং ওয়ার্ডের ইর্শাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে শিক্ষার এই উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ইর্শাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু রানী দেব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা আফিয়া বেগম এর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুয়েব আহমদ খান, বর্তমান কমিটি সভাপতি শামীম আহমদ সিদ্দিকী, অভিভাবক সরোয়ার আহমদ খান মাজেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাহাবুদ্দিন আহমদ সাবুল, নজরুল ইসলাম, রানা মিয়া, ফয়জুল হক কামাল, সাংবাদিক আব্দুল হাছিব, শিক্ষিকা ফারহানা জাহান সালমা, সাবেকুননাহার, নুরজাহান বেগম।
এসময় বক্তারা বিএনপি নেতা ফখরুল ইসলাম লয়েছ এর শিক্ষা ক্ষেত্রে বিগত দিনে ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং সিলেট-৩ আসনে মানুষের কল্যাণে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে আরও সোচ্চার হয়ে কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।