সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা আমাদের নতুন আলোর দিশা। এই ৩১ দফা বাস্তবায়ন হলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে এবং অন্ন-বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ মানুষের সকল মৌলিক অধিকার বাস্তবায়ন হবে। তাই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সিলেট জেলা যুবদলের অধীনস্থ প্রতিটি উপজেলা ও পৌর কমিটি গঠনের উদ্যোগে নেওয়া হয়েছে। উক্ত কমিটিতে স্থান পেতে হলে মাঠে থেকে কাজ করতে হবে। শুধু ঘরে বসে থাকলে চলবে না, যুবদলের প্রতিটি পোগ্রামে আপনাদের উপস্থিত থাকতে হবে। তিনি যুবদলের প্রতিটি কার্যক্রম সফল ও সার্থক করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ পৌরসভা মাঠ প্রাঙ্গণে গোলাপগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ গোলাপগঞ্জ পৌর যুবদলের কমিটি গঠনে লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বিএনপির ৩১ দফা শুধু বিএনপির কর্মসূচি নয়, এটি গোটা জাতির গণতান্ত্রিক মুক্তির ইশতেহার। যেখানে ‘‘প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতের কথা বলা হয়েছে, যেখানে একটি বৈষম্যহীন ও সম্প্রীতির রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, আমাদের নেতা তারেক রহমান এই ৩১ দফা ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব কাঁধে নিয়েছেন।” তাঁর এ দায়িত্ব পালন করতে আমাদের সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।
গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবগঠিত যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি রাকিব আলী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক অন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন।
কর্মী সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরান হোসেন হেলাল, মোঃ লুৎফুর রহমান, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ইসহাক আহমদ, জাহিদ হাসান, জেলা যুবদলের সহ সাধারণ আতাউর রহমান, সাবেক জেলা ছাত্রদল নেতা আব্দুল বাসিত, সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক, মোঃ রেদওয়ান আহমদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আব্দুল জলিল সমায়ুন, সিলেট মহানগর যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক রোমান আহমদ রাজু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ মিনার, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর যুবদল যুগ্ম আহবায়ক কামাল আহমদ, বাদল আহমদ, শাহ আলম, আনিসুর রহমান নেহাদ, তমিজ আলী, নুরুজ্জামান জুবেল, জুয়েল আহমদ দলা প্রমুখ। এছাড়াও কর্মী সভায় গোলাপগঞ্জ পৌর যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।