Home BangladeshSylhet মানব কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশও অফিসিয়াল টি-শার্ট উন্মোচন

মানব কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশও অফিসিয়াল টি-শার্ট উন্মোচন

by Londonview24
0 comment

সমাজের অগ্রযাত্রা তখনই ত্বরান্বিত হয় যখন কিছু তরুণ-তরুণী ও সচেতন মানুষ নিঃস্বার্থভাবে মানবসেবায় এগিয়ে আসে। সেই লক্ষ্যকে সামনে রেখেই সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে শনিবার (২৩ আগস্ট) মানব কল্যাণ সোসাইটির দপ্তর সম্পাদক কামরুল হাসান শিহাবের উপস্থাপনায় অনুষ্ঠিত হলো মানব কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ ও অফিসিয়াল টি-শার্ট উন্মোচন অনুষ্ঠান।
এটি শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের সম্পৃক্ততার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। মানব কল্যাণ সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবির আহমেদ এর স্বাগত বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে দাঁড়ানোর জন্যই এই সংগঠন গড়ে তুলেছি। মানবতার সেবাই আমাদের প্রধান লক্ষ্য।”
মানব কল্যাণ সোসাইটি’র সম্মানিত সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক আলহাজ্ব সৈয়দ মকসুদ আলী।
তিনি সংগঠনের উদ্যোগের প্রশংসা করে বলেন, “বর্তমান সমাজে তরুণদের মানবসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের সংগঠন সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে বড় ভূমিকা রাখতে পারে।”
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মুনিম স্যার,উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ সাহেদ আহমদ রুহেল স্যার,উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজা জি.সি. হাই স্কুল মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাবেদ কাদির,উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোয়াজ্জেম বখত জেম,উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও উদ্যোক্তা জনাব তালহা খান।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল অফিসিয়াল টি-শার্ট উন্মোচন। সাদা-নীল রঙের মনোমুগ্ধকর এই টি-শার্ট সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও মানবিক সেবার প্রতীক হিসেবে সকলকে অনুপ্রাণিত করে। উন্মোচনের সময় করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক মোঃ শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম, কোষাধক্ষ্য মোঃ মাহদী, দপ্তর সম্পাদক কামরুল হাসান শিহাব এবং মানব কল্যাণ সোসাইটি’র কার্যনির্বাহী পরিষদ কমিটির ৪১ জন পদ-বিশিষ্ট সদস্য সহ আরও অনেকে। অতিথিরা প্রত্যাশা করেন, মানব কল্যাণ সোসাইটি ভবিষ্যতে একটি মডেল সংগঠন হিসেবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে।
শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়। মানব কল্যাণ সোসাইটির এই আত্মপ্রকাশ সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার এক নতুন সূচনা। তরুণদের হাতে সমাজ বদলের যে স্বপ্ন, এই আয়োজন যেন তারই প্রতিফলন। 

You may also like

Leave a Comment