সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্বাচনী উৎসব করতে দেয়নি। সে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না, সংবাদ পত্র বন্ধ করে দিয়ে লুটপাট, হত্যা, খুন এবং গুমের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষ আশা করছে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশ পরিচালনা করবে।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। এজন্য তারেক রহমানের নির্দেশনায় ভোটের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি করা হচ্ছে। দেশে নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে। এজন্য তিনি দলের প্রতিটি নেতৃবৃন্দকে ঐকবদ্ধ হয়ে ভালো কাজ করে জনগণের মন জয় করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ গোলাপগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনে লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। আগামী দিনে শহিদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে। যারা শহিদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও নীতি-আদর্শে বিশ্বাসী, তাদেরকেই দলে স্থান দেওয়া হবে।
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মানুন আহমদ রিপন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ও জাহেদ আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি মীর্জা জাহিদুর রহমান।
অন্যান্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম রুমেল, মোঃ এখলাছুর রহমান মুন্না, মোঃ কামরান হোসেন হেলাল, সেলিম আহমদ সেলু, আবুল কালাম আজিজ খোকন, মোঃ লুৎফুর রহমান, আব্দুল করিম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ইসহাক আহমদ, জাহিদ হাসান, জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, সাহেল আহমদ, কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, মাহমুদুর রহমান বাবর, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ময়না, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম, মৎস্য পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, মহানগর যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক রোমান আহমদ রাজু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ মিনার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, এহসানুল করিম মিশু, তানবীর আহমদ, সিনিয়র সদস্য আব্দুল জলিল, সহ ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আবুল কালাম বাবু, সিলেট জেলা যুবদলের সদস্য এ বি কালাম, আব্দুল বাসিত, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি জুয়েল আহমদ, সিলেট ল’কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মাহিন, বক্তব্য রাখেন নিজামুল কাদির লিপন, শাহজান আহমদ, লুৎফুর আহমেদ, রাজু আহমদ, এম.এ কাদির, খালেদ আহমদ, শাহনুর আহমদ প্রমুখ। এছাড়াও কর্মী সভায় গোলাপগঞ্জ উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।