আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরী সভা আজ ২১ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব হাফিজ মাওলানা মনজুরে মাওলার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনের মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান।
সভায় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং আগামী কাল ২২ আগস্ট ২০২৫ শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর ইউনাইটেড সেন্টারে তৃণমূল দায়িত্বশীল সমাবেশে সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকার আহবান জানানো হয়। সভায় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান তাপাদার, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, মুহাম্মদ আব্দুস শহীদ, মাওলানা সেলিম আহমদ প্রমুখ।