Home Bangladesh বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা সম্মেলন আজ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা সম্মেলন আজ

by Londonview24
0 comment

শ্রমিক কৃষকসহ মেহনতি মানুষের মুক্তির একমাত্র পথ সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা। আর এ সমাজব্যবস্থা গড়ে তুলতে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তণ সাধন করার লক্ষ্যে ‘সমাজতন্ত্র কায়েম করো, বৈষম্যহীন সমাজ গড়ো’ স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলা সম্মেলন শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় স্থানীয় সারদা হলে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম মেম্বার কমরেড অনিরুদ্ধ দাশ অঞ্জন।  
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক এডভোকেট হাসান তারিক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড খন্দকার লুৎফর রহমান, সিপিবি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড বেদানন্দ ভট্টাচার্য, সিপিবি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা ও চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ।  
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান এক বিবৃতিতে সম্মেলনে অংশগ্রহণের জন্য ছাত্র-শ্রমিক-মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

You may also like

Leave a Comment