Home Bangladesh বড়বাজার এলাকাবাসীর উদ্যোগেইসলাহী মাহফিল আজ (শুক্রবার)

বড়বাজার এলাকাবাসীর উদ্যোগেইসলাহী মাহফিল আজ (শুক্রবার)

by Londonview24
0 comment

বড়বাজার এলাকাবাসীর উদ্যোগে সহীহ ঈমান-আমল ও আত্নশুদ্ধি অর্জনের লক্ষ্যে ইসলাহী মাহফিল আগামী শুক্রবার (২২ আগস্ট) বাদ মাগরিব সিলেটের আম্বরখানা বড়বাজারস্থ বায়তুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
উক্ত ইসলাহী মাহফিলে বয়ান পেশ করবেন ঢাকা জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসা এর নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস এবং ঢাকা জামিয়াতুল আস আদ আল ইসলামিয়া মাদরাসা এর পরিচালক ও প্রধান মুফতী,আওলাদে রাসুল ফিদায়ে মিল্লাত সায়্যিদ আস আদ মাদানী রহ. এর সুযোগ্য খলীফা পীরে কামেল শায়েখে তরিক্বত আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা.বা.।
উক্ত ইসলাহী মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিত থাকার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment