বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণ ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদলিপি প্রদান করা হয়েছে।
গত বুধবার (২০ আগস্ট) দুপুরে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর বরাবরে একটি প্রতিবাদলিপি প্রদান করেন।
প্রতিবাদলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য আকমল হোসেন, সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জামান সিদ্দিক, সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের পক্ষে প্রতিবাদলিপি গ্রহণ করেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম।
প্রতিবাদলিপিতে বলা হয়- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করন এবং আসন্ন নির্বাচনে ঘোষিত পোস্টাল ভোট পদ্ধতি বাতিল করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ৩৬শের ঘোষণাপত্রে প্রবাসীদের অন্তর্ভুক্ত না করার তিব্র প্রতিবাদ। সরাসরি উপস্থিতির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণ, যাতে জালিয়াতির সুযোগ না থাকে। প্রবাসীদের ন্যায্য দাবি, ভোট যেন স্বচ্ছ ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়। উপরোক্ত বিষয়টি গুরুত্ব সহকারে প্রবাসীদের দাবিগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর প্রতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে নেতৃবৃন্দ জোর দাবি জানান। বিজ্ঞপ্তি