শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটিকে সম্মাননা প্রদান। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ) বিকেলে কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এর সম্মাননা প্রদান করা হয়। শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের সভাপতি রমজান আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জোসেদ আলম পাপ্পু পরিচালন,
সংবর্ধিত অতিথি বৃন্দরা হলেন, বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি দিলওয়ার হোসেন জয়, সাধারণ সম্পাদক আব্বাস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজন আহমদ সাদ্দাম, কোষাধক্ষ্য মোঃ আমির আলী,দপ্তর সম্পাদক আব্দুল বাসিত লিমন, প্রচার সম্পাদক আব্দুল কাদির ইমন, সমাজ ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কছির আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ ইদ্রিস মিয়া, সদস্য মনি দাস।
এসময় উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি আব্দুল মায়ুন, সহ-সভাপতি শাকিল আহমদ নোমান, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক শ্রী সুনীল লাল, সহ দপ্তর সম্পাদক মোঃ আক্তার হোসেন, কোষাধক্ষ্য সামাদ আহমদ, সহ কোষাধ্যক্ষ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক ক্ষুদিরাম কর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ প্রচার সম্পাদক জাঙ্গীর আলম জয়, ক্রীড়া সম্পাদক লায়েক আহমদ, নির্বাহী সদস্য সোহেল আহমদ,নির্বাহী সদস্য মোঃ সালাউদ্দিন বুকসান,নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানের শুরুতেই ব্যবসায়ী ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং একে অন্যের পরিচয় হন, অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি বৃন্দকে ফুল দিয়ে সম্মাননা জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তরা বলেন, একটি সফল ব্যবসা এবং একটি কার্যকরী কর্মচারী ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকাটা খুবই জরুরি। উভয় পক্ষের একে অপরে সহযোগিতা কামনা করেন।