এজাহারভুক্ত পলাতক ৪ আসামীকে নিয়ে সিলেটের একটি পেশাদার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। পুলিশের চোখে পলাতক আসামীদের বিরুদ্ধে একই প্রেসক্লাবে শনিবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। একদিনের ব্যবধানে সোমবার একই প্রেসক্লাবে পলাতক আসামীদের নিয়ে সংবাদ সম্মেলন করায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন সমাজ।
গোলাপগঞ্জ মডেল থানার জি আর -১৪৪ নং মামলার পলাতক এ আসামীরা হলেন, মামলার প্রধান আসামী তাজ উদ্দিন, উপজেলার বাঘা ইউপির ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আলা উদ্দিন, আশিদ আলী, ও মিছবাহ উদ্দিন। এদের মধ্যে তাজ উদ্দিন আসামী ক্রমিক নং-১, মিছবাহ উদিন-৫, আলা উদ্দিন-৭ ও আশিদ আলী-৮।
ঘটনাসূত্রে জানাযায়, গোলাপগঞ্জের বাঘা ইউপির ৯নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মনজুর আহমদের সাথে একই ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আলা উদ্দিনের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি তাদের মধ্যে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১৩/০৭/২০২৫ ইং সকাল বেলা আলা উদ্দিন ও তাজ উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনজুর আহমদের বসত বাড়ি ও মুদি দোকানে হামলা করেন। তাদের আক্রমনে ওয়ার্ড বিএনপির সাধারণ মনজুর আহমদ, তার ভাই খলিল আহমদ ও ফখরুল ইসলামসহ ৩ মহিলা মারাত্মক আহত হন। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মামলা নিলেও উল্টো তাজ উদ্দিনের মিথ্যা মামলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহত মনজুর আহমদ ও তার ভাই মারাত্মক আহত খলিল আহমদ কারাগারে রয়েছেন। পুলিশ রহস্যজনক কারণে আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। উপরন্তু ১৪/০৮/২০২৫ ইং তাজ উদ্দিন ও আলা উদ্দিন মনজুর আহমদের ভাইদের ফাসানোর জন্য মিথ্যা চুরির নাটক সাজিয়ে ‘আধুনিক টিভি’ ও ‘বাংলা টাইম এন্ড টিউন’ নামক ফেসবুক পেজে লাইভ করে গোলাপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। এ নিয়ে মোঃ জয়নাল আবেদীন রোববার গোলাপগঞ্জ থানায় ১৩ জনের নামে সাধারণ ডায়রী করে। ডায়রী নং-৭৭৭। পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকা, আসামীদের গ্রেফতার না করে আওয়ামীলীদের রাজনীতির সাথে সম্পৃক্ত আসামীদের সহযোগিতা, চুরির মিথ্যা নাটক সাজানো ও জীবনের নিরাপত্তার কথা উল্লেখ করে মনজুর আহমদের ভাই জয়নাল আবেদীন শনিবার সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এক দিনের ব্যবধানে পলাতক আসামীরা সাংবাদিকদের একটি পেশাদার সংগঠনে উপস্থিত হয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করায় হতাশা প্রকাশ করেছেন জয়নাল আবেদীন।
তিনি বলেন, পুলিশ আসামীদের গ্রেফতার না করে তাদের নানা ভাবে সহযোগিতা করছে। তাদের মিথ্যা মামলায় আমার আহত ভাইয়েরা জেলে। আমি সকলের সহযোগিতা চেয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছি। সোমবার মামলার প্রধান আসামীরা একই ক্লাবে জামিন না নিয়ে সংবাদ সম্মেলন করায় হতাশা প্রকাশ করছি। পুলিশ যে আসামীদের খোঁজে পায় না। গ্রেফতার করতে পারে না। তারা কি করে সংবাদিকদের পেশাগত সংগঠনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে তা আমার বোধগম্য নয়।