Home BangladeshSylhet কোম্পানিগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কোম্পানিগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

by Londonview24
0 comment

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা বলেন ,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।এই সংগঠন আজ হাটি হাটি পা পা করে দলের অন্তিম দু:সময়ে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব এস এম জিলানী ও সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসানের নির্দেশে ফ্যাসিবাদ মুক্ত ২৪ এর আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছে। আর সেই সংগ্রামের সাক্ষী হিসেবে কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভূমিকাও অপরিসীম । তাই কেন্দ্রীয় নির্দেশনায় আগামী ২০ আগস্ট উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দেশের অন্যান্য উপজেলার মতো কোম্পানিগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের গৌরবের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মনির আহমেদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর মিয়া, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নরুল মোত্তাকিন বাদশা, সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি  এলাইছ আহমদ মেম্বার, সাবেক ও শিল্প বিষয়ক সম্পাদক উসমান খা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল,আনছার আহমদ, তারেক আহমদ, সালা উদ্দিন রানা, সদস্য কালা মিয়া, বাদল, আহমদ আলী, তেলিখাল ইউনিয়ন আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব আল আমিন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন ভারপ্রাপ্ত আহবায়ক আলা উদ্দিন, সদস্য সচিব বাশির আহমদ, ইছাকলস ইউনিয়ন আহবায়ক আজিজুল হক,সদস্য সচিব মিজানুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়ন আহবায়ক কবির আহমদ, সদস্য সচিব সামছ উদ্দিন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির আহমদ প্রমুখ ।

You may also like

Leave a Comment