বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের এডহক কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির নবনির্বাচিত আহবায়ক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা এর সভাপতিত্বে ও সদস্য যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুর রহমান।
এসময় বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা সিলেট জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মছদ্বর, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাজী মখলিছুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব আহমদ (অব), বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল আহমদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা শমসের আলী, বীর মুক্তিযোদ্ধা মো. সফিক উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন (অব সুবেদার মেজর), বীর মুক্তিযোদ্ধা শ্রী বারিন্দ্র সূত্র ধর প্রমুখ।
২য় পর্বে সিলেট মহানগর ইউনিট কমান্ডের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন মহানগর কমিটির নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খাঁন। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জমির আলী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফ খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ফজলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা হীরা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ্রী মিনাল কান্তি, বীর মুক্তিযোদ্ধা আলী নূর, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা বিজয় প্রসাদ ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি