Home Politics এনসিপি নেতারা এখনো কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপে আছেন

এনসিপি নেতারা এখনো কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপে আছেন

by Londonview24
0 comment

কক্সবাজারে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা এখনো ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দলটির নেতা সার্জিস আলম তার স্ত্রীসহ সকালে টেকনাফের দিকে গাড়ি নিয়ে ঘুরতে গেছেন। এ সময় দলের অন্যান্য সদস্যরা হোটেলেই ছিলেন। তবে জানা গেছে, গত রাতে তারা পাশের সৈকতে ঘুরাঘুরি করেছেন।

উল্লেখ্য, এনসিসিপি নেতারা গতকাল কক্সবাজারে এসেছেন। সফরত এনসিপি নেতাদের এই দলে আছেন, দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, স্ত্রীসহ সারজিস আলম ও স্বামীসহ ডা.তাসনীম জারা।

গতকাল ১১ সকাল টার দিকে কক্সবাজার বিমানবন্দর হয়ে এনসিপির এই নেতৃবৃন্দ উখিয়ার ইনানী সৈকতে তারকা হোটেল রয়েল টিউলিপে উঠেছেন।

এদিকে গতকাল এনসিপি নেতাদের কক্সবাজার সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মী সহ উত্তেজিত জনতা হোটেলের সামনে মানববন্ধন করে। এনসিবি নেতারা সকালে ওই হোটেল রয়েল টিউলিপে উঠলেও সন্ধ্যা পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি থাকায় তাদেরকে হোটেল থেকে বের হতে দেখা যায়নি।

You may also like

Leave a Comment