Home Bangladesh সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিরসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিরসঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী

by Londonview24
0 comment

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁর অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া প্রফেসর ডা. মো. নাজমুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (৩১ জুলাই) নগরীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় নেতার মধ্যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং চলমান আন্দোলনের বিষয়ে আলোচনা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্তক্রমে ডা. মো. নাজমুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, যা আমাদের সবার জন্য আশাব্যঞ্জক। তিনি একজন সজ্জন, দায়িত্ববান ও অভিজ্ঞ চিকিৎসক হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠিত। তাঁর মতো একজন পেশাদার এবং সৎ ব্যক্তিত্বের নেতৃত্বে আমাদের দল সাংগঠনিকভাবে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে। আমরা সবাই তাঁর সঙ্গে সমন্বয় করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করব। বিশেষ করে চলমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে মহানগর বিএনপি আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এটা ছিল ভোটের জন্যই আন্দোলন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া এ দল কখনও ভোট ছাড়া ক্ষমতায় আসার রাজনীতি করে না। গণতন্ত্র প্রতিষ্ঠার এই আন্দোলনে তারেক রহমানের নির্দেশনায় সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আজ দেশের প্রতিটি মানুষ তার ভোটাধিকার ফিরে পেতে উদগ্রীব। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুততম সময়ের মধ্যে দিনক্ষণ নির্ধারণ করে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের প্রত্যাশা পূরণই এখন সময়ের দাবি।
এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. নাজমুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্ত ও আস্থার প্রতি সম্মান জানিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। যদিও এটি একটি অল্প সময়ের দায়িত্ব, তবুও এ সময়ের মধ্যে সংগঠনকে সঠিকভাবে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আমি মনে করি, এখন সময় দলকে ঐক্যবদ্ধ রেখে সুপরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার। জনমানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমরা যারা মাঠে আছি, তাদের আরও দায়িত্বশীল হতে হবে। আমি বিশ্বাস করি, সকল স্তরের নেতাকর্মীরা একসঙ্গে কাজ করলে সিলেট মহানগর বিএনপি আবারও জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি আব্দুল হাকিম, রহিম মল্লিক, যুগ্ম সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, রেজাউল করিম আলো, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, প্রশিক্ষণ বিষয়খ সম্পাদক নাজিম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, ২৭নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ৪০নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন আহমদ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দপ্তরের দায়িত্বে জাকারিয়া হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, ২৭নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, ১নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার হোসেন প্রমুখ।  

বার্তা প্রেরক
আব্দুল হাকিম
তাং- ৩১.০৭.২০২৫ইং

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁর অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া প্রফেসর ডা. মো. নাজমুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

You may also like

Leave a Comment