Home INTERNATIONAL আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন, নিরাপদে সরানো হলো যাত্রীদের

আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে আগুন, নিরাপদে সরানো হলো যাত্রীদের

by Londonview24
0 comment

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় জরুরি ভিত্তিতে প্লেনের সব যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।

জানা গেছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের এ প্লেনটি রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতির সময় ল্যান্ডিং গিয়ারের যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ওই সময় প্লেনটিতে ১৭৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে দ্রুত প্লেন থেকে নামছেন এবং পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়, তবে কেবল একজন যাত্রীকে সামান্য আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের আগেই প্লেনটির একটি চাকার সঙ্গে সম্পর্কিত যান্ত্রিক সমস্যা ধরা পড়ে, যার ফলেই এই পরিস্থিতির উদ্ভব ঘটে। ঘটনার পর প্লেনটিকে রানওয়ে থেকে বাইরে সরিয়ে নিয়ে পরিদর্শনে রাখা হয়েছে।

ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট পরে জানায়, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

ঘটনার জেরে শনিবার রাত পর্যন্ত ডেনভার বিমানবন্দরে অন্তত ৩০৬টি ফ্লাইট বিলম্বিত হয়। দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সব আগত ফ্লাইটের জন্য এক ঘণ্টার সাময়িক গ্রাউন্ড স্টপও জারি করা হয়েছিল। তবে বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এয়ারলাইনস কর্তৃপক্ষ আরও জানায়, ফ্লাইট ৩০২৩-এর যাত্রীদের একই দিন সন্ধ্যায় বিকল্প একটি ফ্লাইটে করে মিয়ামি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসেও আমেরিকান এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট ইঞ্জিনের ত্রুটির কারণে ডেনভারেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।

You may also like

Leave a Comment