রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর ও সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুর রহমান শিপু ‘বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তারা বলেন, এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহত সকলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক
এডভোকেট ফজলুর রহমান শিপু
তারিখ: ২২-০৭-২০২৫ইং