Home Bangladesh গোপালগঞ্জে স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

by Londonview24
0 comment

গোপালগঞ্জে নিহতদের লাশের ময়নাতদন্ত করতে না পারার কারণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিহতদের স্বজনরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনরা দেননি।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েকজনের লাশের ময়নাতদন্ত হয়েছে। যাদের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজন হলে সেটা এখনো করা যাবে।

উপদেষ্টা বলেন, কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জের ঘটনা লাইভ করেছেন। তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা দেশবাসীকে পুরো ঘটনা সরাসরি দেখার সুযোগ করে দিয়েছেন। যারা ঘটনা সরাসরি দেখেছেন তাদের মনে কোনো প্রশ্ন থাকার কথা নয়।

তিনি বলেন, সন্ত্রাসীরা রেহাই পাবে না। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর পদক্ষেপ নিচ্ছে।

You may also like

Leave a Comment