Home BangladeshSylhet গোয়াইনঘাটে সিলেট জেলা বিএনপির উপদেষ্টাহেলাল উদ্দিন আহমদের শুভেচ্ছা বিনিময়

গোয়াইনঘাটে সিলেট জেলা বিএনপির উপদেষ্টাহেলাল উদ্দিন আহমদের শুভেচ্ছা বিনিময়

by Londonview24
0 comment

সিলেট-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি নেতা হাজী হেলাল উদ্দিন আহমদ গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নগরীর আম্বরখানার একটি হোটেলের কনফারেন্স হলে এ উপলক্ষ্যে তাকে এক ফুলেল সংবর্ধনা জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে তিনি বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের উন্নয়নে আগামী দিনে কাজ করতে চাই। আপনারা যদি দোয়া ও সমর্থন দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি ষড়যন্ত্র মহল দলের নামে নানা ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবে দিতে হবে। এই এলাকায় অনেক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। আমরা কোন স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের এখানে থাকতে দেব না। বাহির থেকে কেউ এসে আমাদের এলাকার দরদ বুঝবে না। তাই আপনাদের সজাগ থাকতে হবে। আমি আশা করি, আগামীতে এ এলাকার তরুণরাই সিলেট-৪ আসনের উন্নয়নে নেতৃত্ব দেবে।
গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এম এ হকের সভাপতিত্বে ও সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মদরিছ আলী। বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম, কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, জাসাস নেতা আলীম উদ্দিন, ইলিয়াস আলী, জেলা ওলামা দলের সদস্য মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস হোসাইন, জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন আসাদ, লেগুরা রইস উদ্দিন প্রমুখ। 

You may also like

Leave a Comment