Home BangladeshSylhet শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায়

শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায়

by Londonview24
0 comment

আসন্ন পবিত্র ঈদুল আযহার প্রস্তুতি উপলক্ষ্যে শাহী ঈদগাহ ব্যবস্থা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বাদ জোহর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শাহী ঈদগাহ ব্যবস্থা কমিটির মোতাওয়াল্লী সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৭ জুন (শনিবার) সকাল ৮টায় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জামায়াত পূর্বে ঈদুল আযহার তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
সোমবার (২ জুন) শাহী ঈদগাহ ব্যবস্থা কমিটির সেক্রেটারী মো. কামাল মিয়া কামরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment