বাংলাদেশ সরকার থেকে সদ্য বিদায়ী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন গুলোর সকল প্রকারের কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার। যার প্রতিবাদে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে লন্ডন মহানগর আওয়ামীলীগ এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন হয়।
গত ২৭ মে রোজ মঙ্গলবার বেলা ৪ঘটিকার সময় এ সমাবেশটি অনুষ্টিত হয়। সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে আব্দুল আহাদ বলেন, সংবিধান বহির্ভুত একটি সরকার যাদের নিজেদের কুনো প্রকার সাংবিধানিক ভিত্তি নাই তারাই আবার বাংলাদেশ আওয়ামীলীগ এর মত দলকে নিষিদ্ধ করেছে। বাংলাদেশের মানুষ তা ঘৃণাভরে প্রত্যাক্ষান করেছে। তিনি আরো বলেন আওয়ামীলীগ ১৯৭১সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল, বাংলাদেশের স্বাধীনতার জন্য যেই দলের অবদান অনন্য সেই দলের কার্যক্রম নিষিদ্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক।
সমাবেশে অন্যান্য বক্তারা দেশের বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরার চেষ্টা করেন। বক্তারা বলেন, বর্তমানে আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা লক্ষ্য করছি এই সরকারের ছত্রছায়ায় উগ্রগোষ্টী দেশব্যাপী হত্যা লুটপাট ও আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বাড়িঘরে হামলা ও অগ্নি সংযোগ করছে। সেই সাথে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু যাদুঘরসহ স্থাপনাগুলো ধ্বংশ করছে। সেই সাথে দেশের সংখ্যালঘুদের উপর চলছে নির্যাতন। ছাত্র পরিচয়ে জোরপূর্বক বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে খৃষ্টান ও হিন্দু শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। ছাত্র পরিচয়ে এসবের নেতৃত্ব দিচ্ছে যারা সকলেই একটি চিহ্নিত রাজনৈতিক দলের সদস্য ।সরকার এসব দেখেও না দেখার ভান করছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আ ফ ম কামাল, আওয়ামীলীগ নেতা জাকির হুসেন, প্রজন্ম ৭১ বাবুল হোসেন বাবুল, লন্ডন মহানগর আওয়ামীলীগের সদস্য গোলাম কিবরিয়া, আহবাব মিয়া, মামুন কবির চৌধুরী, কাজী বাবর, সাইদুর রহমান, সামছুদ্দিন আনোয়ারী, ইস্ট লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি নিমাই মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, প্রাক্তন কাউন্সিলার শহীদ আলী, সিডকাপ আওয়ামীলীগের সভাপতি আনসার মিয়া, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কমিউনিটি নেতা নূর আলী, দিলবর আলী সহ আরো অনেকেই।