Home BangladeshSylhet শ্রমিক মজলিস সিলেট জেলা ওমহানগর শাখার পুনর্গঠন সম্পন্ন

শ্রমিক মজলিস সিলেট জেলা ওমহানগর শাখার পুনর্গঠন সম্পন্ন

by Londonview24
0 comment

খেলাফত মজলিসের সহযোগী সংগঠন শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার পরামর্শ পরিষদের ১ম অধিবেশন আজ রবিবার (১৮ মে) বিকেল ৩টায় সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা শাখার সভাপতি মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।

অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি পুনর্গঠন করা হয়। সিলেট জেলা শাখার সভাপতি কবি মতিউল ইসলাম মতিন ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নির্বাচিত হন এবং সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মাওলানা সহুল আহমদ নির্বাচিত হন। নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও নব নির্বাচিত দায়িত্বশীলগণকে সাংবিধানিক শপথবাক্য পাঠ করান শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম।

সিলেট জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলগণ হলেন: সভাপতি- কবি মতিউল ইসলাম মতিন, সহসভাপতি- আবুল কাশেম, শাহেদ আহমদ, আবুল হাসনাত আবুল, সাধারণ সম্পাদক- মোঃ মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক- আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক- আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক- দেলওয়ার হোসেন জাহেদ, সমাজকল্যাণ সম্পাদক- খালেদ হোসেন, পরিবহন শ্রমিক বিষয়ক সম্পাদক- হাবিবুর রহমান, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক বিষয়ক সম্পাদক- আলিম উদ্দিন, গৃহ নির্মাণ শ্রমিক বিষয়ক সম্পাদক- ছালেহ আহমদ রাজু, প্রকাশনা সম্পাদক- ডা. এনামুল হক, সদস্য- আতাউল্লাহ, ইসরাব আলী।

সিলেট মহানগর শাখার নবনির্বাচিত দায়িত্বশীলগণ হলেন:
সভাপতি- মাওলানা আব্দুর রহিম, সহসভাপতি- সাহেদ আহমদ, মোঃ জসিম উদ্দিন, কাজী শামসুল হক, সাধারণ সম্পাদক- মাওলানা সহুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক- গুলজার হোসেন দোলন, সাংগঠনিক সম্পাদক- জাকারিয়া জামান চৌধুরী, অর্থ সম্পাদক- হাফিজ মামুনুর রশীদ, সমাজকল্যাণ সম্পাদক- সাদ্দাম হোসেন, পরিবহন শ্রমিক বিষয়ক সম্পাদক- আব্দুল আহাদ নোমান, অফিস ও প্রচার সম্পাদক- রুহুল আমিন শিকদার, সদস্য- রায়হান আহমদ, জাহাঙ্গীর হোসাইন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সিলেট মহানগরের সাবেক সভাপতি ও খেলাফত মজলিস সিলেট মহানগরীর শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক- কে.এম রায়হান, মো. আবুল কাশেম, জসিম উদ্দিন, সাহেদ আহমদ, আব্দুল কুদ্দুস, ডা. এনামুল হক প্রমুখ।

You may also like

Leave a Comment