Home BangladeshSylhet সাবেক মেয়র আরিফের সাথে জেলা ও লামাদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাবেক মেয়র আরিফের সাথে জেলা ও লামাদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

by Londonview24
0 comment

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা জাতীয়াতাবাদী ওলামাদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে তার নিজ বাড়িতে যান ওলামাদল নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে আরিফুল হক চৌধুরী বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দূর্বিসহ সময়কালে আলেম সমাজের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো। তারা জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহত হয়েছেন। এ সময়ে ওলামাদলের নেতাকর্মীরাও আহত হয়েছেন। তিনি আরো বলেন, ইসলাম শান্তি, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। আমরা যারা রাজনীতির ময়দানে আছি, তাদের উচিত আলেমদের পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামাদলের আহ্বায়ক মাওলানা কাজী নুরুল হক, ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. রমিজ উদ্দিন, সদস্য ক্বারী রাজন আহমদ, গোয়াইনঘাট উপজেলা বালু-পাথর-উত্তোলন ও বহণকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি নং সিলেট-১৫) এর সভাপতি মাহবুব হোসেন প্রমুখ।

You may also like

Leave a Comment