Home Uncategorized সিলেট প্রদেশ বাস্তবায়নেরদাবীতে জনসভা অনুষ্ঠিত

সিলেট প্রদেশ বাস্তবায়নেরদাবীতে জনসভা অনুষ্ঠিত

by Londonview24
0 comment

সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবীতে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ আঞ্চলিক শাখার উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) বিকেল ৪টায় লক্ষনাবন্দ ফুলসাইন্দ বালুচর বাজারে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি ডা. জয়নুর ইসলাম খাঁন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সভাপতি ডা: হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল ওয়ারিছ খাঁন, রাজনীতিবিদ ওজি মো. কাওছার, খালেদুর রহমান খান, প্রবাসী গণদাবী পরিষদ নেতা মো. আব্দুর রহমান, ইউনিয়ন গণদাবী পরিষদের সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মাসুদ ইকবাল, হামিদা পারভীন, রুজী বেগম, মো. মিনহাজ উদ্দিন, শরফ উদ্দিন প্রমুখ।

You may also like

Leave a Comment