বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (২৬ এপ্রিল) মহাসচিব ও নির্বাহী পরিচালক এস এম সাইফুর রেজা ও সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত পত্রে আশরাফুর রহমান চৌধুরীকে সভাপতি, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ সভাপতি ডা. হোসেন রাজা, সহ সভাপতি এ টি এম সেলিম চৌধুরী, মো. মধু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হাসান চৌধুরী জসিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আফসানা চৌধুরী, অর্থ সম্পাদক মো. ইব্রাহীম আলী, আইন ও বিচার সহায়ক সম্পাদক এডভোকেট সুহাস রঞ্চন বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. নূরুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেপী আক্তার, সালিশ সম্পাদক ফারুক মিয়া, যুগ্ম শালিস সম্পাদক হাজী নেছার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আমানুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ খাঁন, অনুসন্ধান ও তদন্ত বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম অনুসন্ধান ও তদন্ত বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, পর্যবেক্ষণ সম্পাদক সৈয়দ মো. জাকারিয়া, যুগ্ম পর্যবেক্ষণ সম্পাদক মো. জালাল আহমদ সেবুল, পরিবেশ সম্পাদক তোফায়েল হাসান মান্না, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম এবাদুর রহমান, উন্নয়ন বিষয়ক সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী সাদি, সামাজিক নিরাপত্তা সম্পাদক পাবেল হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. আল-আমিন, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. মিনার আলী, মাদক ও নেশা প্রতিরোধ সম্পাদক হাজী গিয়াস উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আশরাফ হোসেন, সদস্য হোসাইন আহমদ।