বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর ও পীর মহল্লা প্রভাতী সংঘের সভাপতি ইকরাম চৌধূরীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পীর মহল্লা প্রভাতী সংঘের উদ্যোগে ও পীর মহল্লা পঞ্চায়েত কমিটির সহযোগিতায় নগরীর পীর মহল্লাস্থ কবি নজরুল মেমোরিয়াল স্কুলে শুক্রবার (২ মে) সন্ধ্যায় এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোক সভায় বক্তারা বলেন, ইকরাম চৌধূরী ছিলেন একজন পরিশ্রমী ও কর্মনিষ্ঠ মানুষ। তিনি নিষ্ঠার সাথে বিসিবির দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি ছিলেন আমাদের সবার প্রিয় একজন মানুষ। বক্তারা বলেন, সদা হাস্যোজ্জ্বল ও অমায়িক এ মানুষটি অকালেই আমাদের ছেড়ে চলে গেলেন। সমাজ ও দেশকে আরো অনেক কিছু দেয়ার বাকি ছিল তাঁর। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন।
পীর মহল্লা প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক ছালিকুর রহমানের সঞ্চালনায় শোকসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জজকোর্টের নজির ও প্রভাতী সংঘের উপদেষ্টা কামালউদ্দিন, পীর মহল্লা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, প্রভাতী সংঘের উপদেষ্টা সোহরাব হোসেন, ওয়েছ আহমদ মাওলানা নজরুল ইসলাম, আতাউর রহমান ও আতিকুর রহমান, মজুমদারি পঞ্চায়েত কমিটির সভাপতি পিয়ার আহমদ, সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল, কমিটির সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ শামীম মজুমদার, কমিটির সদস্য ও সংগঠক নাহিদ আহমদ, তরঙ্গ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এহিয়া আহমদ, পীর মহল্লা পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ ও মরহুমের বড় ভাই ইমরান চৌধুরী, পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব আহমদ খোকন। উপস্থিত ছিলেন পীর মহল্লা প্রভাতী সংঘের সিনিয়র সহ সভাপতি আরমান উল্লাহ, সহ-সভাপতি দিনার হুসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, ক্রীড়া সম্পাদক আবুল মজুমদার, সহ ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক জামিল আহমদ, আমিন আহমদ, তানভীর ইসলাম, হৃদয় আহমদ প্রমুখ। শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর মহল্লা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল বাসিত। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন পীর মহল্লা পঞ্চায়েত কমিটির সভাপতি ও প্রভাতী সংঘের প্রধান উপদেষ্টা আবুল বশর হোসেন এবং নছর উল্লাহ ওয়াকফ্ ট্রাস্টের মোতাওয়াল্লী ও প্রভাতী সংঘের উপদেষ্টা মিজানুর রহমান।