Home Uncategorized জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাথে মতবিনিময়

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাথে মতবিনিময়

by Londonview24
0 comment

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, যে ভোটাধিকারের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে, বিএনপি এখন সেই ভোটাধিকার ফিরিয়ে দেয়ার কথা বললেই একটি শ্রেণির প্রতিক্রিয়ায় মনে হয় যেন আমরা পাপ করছি। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা জনগণের বন্ধু হতে পারেনা। দেশের মানুষ ১৭ বছর ভোটাধিকার বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে দেশের জনগণ তাদের মালিকানা বুঝে নিতে রাজপথে নামতে বাধ্য হবে। তিনি বলেন, ড. ইউনুস সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা চাই ইউনুস সরকার সফল হোক, যদি না তারা নিজেরাই নিজেদের কাজে ব্যর্থ হয়। তিনি আইনজীবী সমাজকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, আইনজীবীরা অতীতে স্বৈরাচার এরশাদ ও স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দেয়া মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় লাখো মানুষকে জাতীয়তাবাদী আইনজীবীরা বিনামূল্যে সহায়তা করেছেন যা অত্যন্ত প্রশংসার দাবিদার। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সিলেটের আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১ টায় সিলেট জজ কোর্টের ২ নং বার হলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি সিনিয়র এডভোকেট ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিমের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন থেকে আমাদেরকে রাজনীতির পাঠ নিতে হবে। সকল নির্যাতন ও জুলুমের মধ্যেও তিনি বিএনপি সুসংগঠিত রেখে আন্দোলন সংগ্রাম করেছেন। তার ত্যাগ কেবলই এদেশের জনগণের জন্য। তিনি জাতীয়তাবাদী আইনহজীবী ফোরামের নেতৃত্ব নির্ধারণে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে ঘোষণা দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী, গাজী তৌহিদুল ইসলাম, অ্যাড. সহিদুজ্জামান ও অ্যাড. কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. কে আর পাঠান ও অ্যাড. মোস্তাফিজুর রহমান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোর্শেদ আল মামুন, অ্যাড. আঞ্জুমান আরা বেগম মুন্নি, অ্যাড. আয়শা আক্তার, অ্যাড. এরশাদ আলম, অ্যাড. জাহান আরা সরকার, অ্যাড. নাসির উদ্দিন সম্রাট, অ্যাড. শাহনাজ বেগম, অ্যাড. রীফ ইউ আহম্মদ, অ্যাড. আকরাম হোসেন, অ্যাড. সিদ্দিক আজাদ, অ্যাড. আব্দুল মান্নান, অ্যাড. রমজান আলী খান, অ্যাড. মিজানুর রহমান টিটু, অ্যাড. মামুনুর রশিদ, অ্যাড. আব্দুল মতিন চৌধুরী, অ্যাড. আবুল ফজল, অ্যাড. খন্দকার ফাহিম, অ্যাড. রুহুল আমিন শিকদার, অ্যাড. রাকিব হোসেন, অ্যাড. আল আমিন, অ্যাড. এরশাদ হোসেন রাশেদ, অ্যাড. সাব্বির হোসেন, অ্যাড. এমদাদুল হানিফ, অ্যাড. এবিএম ইব্রাহিম খলিল, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. রমজান খান, অ্যাড. কাজী মো. মনিরুজ্জামান ডাবলু, অ্যাড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সেক্রেটারি অ্যাড. ইমরান আহমদ চৌধুরী, সুপ্রিমকোর্টবারের সদস্য এটিএম ফয়েজ উদ্দিন, জেলা জর্জকোর্টের পিপি আশিকুর রহমান আশিক, মহানগর দায়রা জর্জ আদালদের পিপি অ্যাড. বদরুল আহমদ চৌধুরী, অ্যাড. মুমিনুল ইসলাম মুমিন, অ্যাড. মসরুর চৌধুরী শওকত, অ্যাড. সাঈদ আহমদ, অ্যাড. মুজিবুর রহমান মুজিব, অ্যাড. শামীম সিদ্দিকী, অ্যাড. আব্দুল মুকিত অপি, অ্যাড. আল আসলাম মুমিন, অ্যাড. নোমান মাহমুদ, অ্যাড. আব্দুল মুকিত জাহাঙ্গীর, অ্যাড. আবুল ফজল, অ্যাড. ইকবাল আহমদ, অ্যাড. শাহজাহান সিদ্দিক, অ্যাড. মোস্তাক আহমদ, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. জাফর ইকবাল, অ্যাড. নাদিরা আক্তার চৌধুরী, অ্যাড. আয়শা সিদ্দ্কিা, অ্যাড. জুবের আহমদ খান, অ্যাড. মুুহিবুর রহমান মুহিব, অ্যাড. আক্তার বকস জাহাঙ্গীর, অ্যাড. আব্দুল হান্নান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট আব্দুল হালিম রায়হান

You may also like

Leave a Comment