Home Politics বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা

বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা

by Londonview24
0 comment

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে যোগ দেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে শুরু থেকেই নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। অনেকেই রঙ-বেরঙের ক্যাপ, টি-শার্ট, ব্যানার এবং ঢোল বাজিয়ে সমাবেশস্থলকে মুখরিত করে তোলেন।

সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর শিল্পীরা গান পরিবেশন করেন। এ সময় জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, মৌসুমীসহ আরও কয়েকজন শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মজিবুর রহমান সারোয়ার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাসাসের আহ্বায়ক হেলাল খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং শিমুল বিশ্বাস।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

You may also like

Leave a Comment