Home Uncategorized প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্যঅংশ: শাহজাহান সেলিম বুলবুল

প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্যঅংশ: শাহজাহান সেলিম বুলবুল

by Londonview24
0 comment

এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। মহান মুক্তিযুদ্ধেও প্রবাসী বাংলাদেশিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারা বিদেশের মাটিতে জনমত সৃষ্টিসহ মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করেছেন। আজও তারা বাংলাদেশের উন্নয়ন ও সাফল্যের সাথে সর্বাঙ্গীনভাবে সম্পৃক্ত। প্রবাসীরা বিভিন্ন মানবহিতৈষী কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসায়িক উন্নয়ন এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাসী এবং অভিবাসী কর্মীদের প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক রিজার্ভকে মজবুত এবং অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। তাই প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি তাদের যে কোন সমস্যায় সবাইকে পাশে দাঁড়াতে হবে।
তিনি মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় মিশিগানের রান্নাঘর রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মাওলানা কয়েছ আহমদের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান-এর সভাপতি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে বরণ করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিকুল আম্বিয়া চৌধুরী, এমদাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কয়েস আহমদ, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক সুলায়মান আল মাহমুদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল আম্বিয়া, মুজিবুর রহমান, আলী আকবর, আতাউল বারী মাসনুন প্রমুখ।

You may also like

Leave a Comment