সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করায় সিলেট রোগী স্বার্থ সংরক্ষণ কমিটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। বুধবার (৩০এপ্রিল) রাত ৮টার সময় সংগঠনের ভাতালিয়াস্থ কার্যালয়ে সিলেট রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির এক সভায় এই ধন্যবাদ জানানো হয়৷ সংগঠনের আহবায়ক মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী’র সভাপতিত্বে ও সংগঠক ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু’র পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাজী আব্দুল করিম, ছানাউল হক জিতু, আনোয়ার হোসেন আনাই, হাজী আব্দুল করিস পান্না, আফছার হোসেইন, আশরাফ উদ্দীন, খসরু জামান খয়রু, মির্জা সাদ্দাম হোসেন, আমিনুর রহমান রুবেল, তাজ উদ্দীন তাজ, শফিক হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোঃ রাজু আহমদ প্রমুখ৷ সভায় বক্তারা
হাসপাতালের ভেতরে চুরি, দালালদের দৌরাত্ম্য, রোগী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হাসপাতালের প্রশাসনকে আহবান জানান।
এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়। ঐ চিকিৎসকের ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহবান জানান রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী৷ ইতি মধ্যে এই চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি। সোমবার বিকেলে হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।