Home BangladeshSylhet ৫ আগস্টের পর দেশে ব্যবসা-বাণিজ্যে যে প্রসার ঘটেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক: কয়েস লোদী

৫ আগস্টের পর দেশে ব্যবসা-বাণিজ্যে যে প্রসার ঘটেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক: কয়েস লোদী

by Londonview24
0 comment

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট শহরের ব্যবসা-বাণিজ্যে সম্প্রতি যে প্রসার ঘটেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। ৫ই আগস্টের পর শুধু স্থানীয় নয় বরং বিদেশি বিনিয়োগকারীরাও এখন সিলেটসহ বাংলাদেশে ব্যবসায় আগ্রহী হচ্ছেন। কারণ, বর্তমানে দেশে একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে, যা গত দেড় দশকে আমরা দেখিনি। তিনি আরও বলেন, আজ এখানে একটি সুন্দর বেকারির শাখার উদ্বোধন হলো। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শুধু মালিকের লাভের সুযোগ তৈরি করে না, পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানের পথও করে দেয়, যা অনেক পরিবারের জীবিকার উৎস হয়ে দাঁড়ায়। তিনি বলেন, আগে ব্যবসা করতে গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকির সম্মুখীন হতে হতো। কিন্তু এখন ব্যবসায়ীরা নির্ভয়ে ও নির্ভিঘ্নে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন। এটি দীর্ঘ দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনের ফসল, যার ফল আজ আমরা পাচ্ছি। তিনি সুষমা স্পেশাল কালেকশন জেস্ট ফুডের প্রশংসা করে বলেন, “জেস্ট উদ্যোক্তাদের মূলনীতি নিজ সন্তানের মুখে যাহা দিতে নাহি পারি, এমন কোনো পণ্য মোরা কভু নাহি গড়ি” এই প্রতিপাদ্যের শব্দগুলি বলে দেয় এই প্রতিষ্ঠানের খাবারের গুণগত মান ভালো। তিনি বলেন, একটি ছোট ব্যবসাও গুণগত মান নিশ্চিত করে কাস্টমারের আস্থা অর্জনের মাধ্যমে সফল হতে পারে। আমি আশা করি, এই প্রতিষ্ঠান তাদের পণ্যের মান বজায় রেখে ভোক্তাদের আস্থা অর্জন করছেন বলেই বিভিন্ন শাখার প্রসার ঘটাচ্ছেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি মঙ্গলবার (২২ এপ্রিল) নগরীর কালিবাড়ি রোডস্থ সুষমা স্পেশাল কালেকশন জেস্ট ফুড শাখার উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বক্তব্য রাখেন, সুষমা স্পেশাল কালেকশন জেস্ট ফুড এর চেয়ারম্যান বিকাশ কান্তি দাস, এমডি বিদ্যুৎ কান্তি দাস, মেম্বার দেবরাজ চৌধুরী, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক আজমল হোসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব, সিটি  আদর্শ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, অত্র শাখার পরিচালক সৈয়দ মুহিবুর রহমান রাহেল প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment