Home Uncategorized বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ত্রৈবার্ষিক কাউন্সিল ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ত্রৈবার্ষিক কাউন্সিল ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন

by Londonview24
0 comment

বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ত্রৈবার্ষিক কাউন্সিল ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। আঞ্চলিক উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর সাবেক জাতীয় কমিশনার মোঃ মাহমুদুল হক ও জাতীয় সমাজ উন্নয়ন সাব কমিটির কমিটির যুগ্ম সদস্য সচিব সৈয়দ নাসির উদ্দিন।
কাউন্সিলে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের তিনজন সহ-সভাপতি, একজন কমিশনার, কোষাধ্যক্ষ, সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং দুইজন কাউন্সিলর প্রতিনিধি ও দুইজন লিডার ট্রেনার প্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচনের দুটি প্যানেল ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আজিজ-মহিউছছুন্নাহ-রিমন প্যানেল থেকে ৯ জন এবং কবির-শাহজাহান-জিয়া প্যানেল থেকে দুইজন নির্বাচিত হন। সহ সভাপতি পদে তিনজন নির্বাচিত হন তারা হচ্ছেন মোঃ নাজির আলী সরকার, খয়রুজ্জামান শ্যামল ও মোঃ আব্দুল ওয়াহিদ। কমিশনার পদে মোঃ আব্দুল আজিজ এলটি, কোষাধ্যক্ষ পদে মহিউছছিন্নাহ চৌধুরী নার্জিস, সম্পাদক পদে সৈয়দ আব্দুল মুনিম রিমন, কাউন্সিলর প্রতিনিধি পদে মোঃ এমদাদুল হক সিদ্দিকী এলটি, লিডার ট্রেনার প্রতিনিধি পদে মোঃ ফয়জুর রহমান চৌধুরী এল টি এবং বিপ্লবী রানী দে এলটি আজিজ-মহিউছছুন্নাহ-রিমন প্যানেল থেকে নির্বাচিত হন ওপর প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে ডা. তাহমিদ আহমদ ও কাউন্সিলর প্রতিনিধি পদে খাদিজা খাতুন নির্বাচিত হন।

You may also like

Leave a Comment