Home BangladeshSylhet নূপুর বেতার ক্লাবের বর্ষবরণ উদযাপন

নূপুর বেতার ক্লাবের বর্ষবরণ উদযাপন

by Londonview24
0 comment

নূপুর বেতার শ্রোতা ক্লাব এর উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কন্ঠশিল্পী তুহিন আহমদ।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক কন্ঠশিল্পী মাসুম সরকারের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী এমদাদুল হক উজ্জল। প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্ঠা ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, ক্লাবের উপদেষ্ঠা এডভোকেট মামুন রশিদ, লন্ডন প্রবাসী চ্যানেল এস স্টার শিল্পী নানা শাহ আলম, লন্ডন প্রবাসী মো. আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট এম এ মালিক সিহান, ক্লাবের উপদেষ্ঠা কন্ঠশিল্পী ফকির মাহমুদা, প্রবীণ কন্ঠশিল্পী ফকির মাহবুব মুর্শেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার নেত্রী সালমা আলী,  শিক্ষিকা রুনা সুলতানা, বিশিষ্ঠ বাউল শিল্পী সৈয়দ কাশেম সরকার, কন্ঠশিল্পী তানিয়া সরকার, যুব সংগঠক শাহ আলম, কন্ঠশিল্পী উদাসী লাল মিয়া, গীতি কবি এম এ কামেম সরকার, কন্ঠশিল্পী রঞ্জু কর, স্বপ্ন দেওয়ান, কন্ঠশিল্পী রহিমা বেগম বকুল, কন্ঠশিল্পী সেজু সরকার, কন্ঠশিল্পী মাসুক মিয়া, কন্ঠশিল্পী রত্না দেওয়ান প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment