ফ্যাসিস্ট আওয়ামী দোসর রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষ ছিফত আলী কর্তৃক ১নং লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বারকে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে বিশ্বনাথ ১নং লামাকাজী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লামাকাজী পয়েন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১নং লামাকাজী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি বশির আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, যুগ্ম সম্পাদক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, নজরুল ইসলাম, শামিম আহমদ, লামাকাজী ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক আলী আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঙ্গুর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, বিএনপির সহ সাধারণ সম্পাদক সেবুল সরকার, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবাই (রাহেল মিয়া), ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিক মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ঠাকুর ধন, ওয়ার্ড বিএনপি নেতা মঈন উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার মিয়া, ফয়ছল আহমদ, রহমত আলী মামুন, মুতাল্লিব আলী, মারজান আহমদ, জমির উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিশ্বনাথ ১নং লামাকাজী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, সুশীল সমাজ, এলাকার মুরব্বিয়ান ও বাজাররের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, ১নং লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বারকে যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দোসর রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষ ছিফত আলী ২০০৮ ও ২০১২ সালে এ প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হন। বহিষ্কারের পর পরই আওয়ামী দোসরদের মাধ্যমে অর্থের বিনিময়ে দায়িত্ব ফিরিয়ে আনেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে খুনী হাসিনা পালিয়ে গেলে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার আওয়ামী দোসর অধ্যক্ষদের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ উঠলে তার ধারাবাহিকতায় ছিফত আলীকে অধ্যক্ষের পদ থেকে সাময়িকভাবে অব্যাহিত দেওয়া হয়। দায়িত্বে না থাকার কারণে তিনি বিভিন্নভাবে এলাকার বিশিষ্টবর্গদের মিথ্যা মামলা দিয়ে হয়রারি করছেন। আমরা তার স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং তাকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি। এছাড়াও ১নং লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বারের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা-বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে যদি অধ্যক্ষ ছিফত আলীকে পূর্ণ বহিষ্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে কঠোর কর্মসূচীর দেওয়া হবে। বিজ্ঞপ্তি