
মোঃ সাহিদুজ্জামান সুজন
সিলেট প্রতিনিধি
১১ দফা দাবি নিয়ে আজ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রেখেছে সিলেটের ২২টি চা বাগানের প্রায় ৫ শতাধিক চা শ্রমিক। দীর্ঘ ১৪ মাস থেকে তা না পাচ্ছেন বেতন, না পাচ্ছেন কোন রেশন আর না পাচ্ছেন কোন চিকিৎসা সেবা। বেতন ভাতা না পাওয়ায় তাদের সুস্থভাবে জীবন যাপন করা হয়ে পড়েছে কষ্টসাধ্য, সারাদিনে একবেলা কোনরকম খেয়ে পার করে দিতে হচ্ছে।

দীর্ঘ ২ ঘন্টা ডিসি অফিসের সামনে বসে আন্দোলন করার পরেও ডিসির দেখা মিলেনি, পরে ডিসির পক্ষে এডিসি এসে সবার সম্মুখে বক্তব্য প্রদান করেন, তিনি বলেন আগামী বৃহস্পতিবার ডিসি অফিস থেকে সবার জন্য ঈদ উপহার দেওয়া হবে এবং আপনার খাবারের জন্য কোন চিন্তা করবেন না। ডিসি মহোদয় ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন তারা যত দ্রুত সম্ভব এটি সমাধান করবে বলে জানিয়েছেন।