
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে রোজ শনিবার সিলেটের আম্বরখানা এলাকার একটি অভিজাত হোটেলে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু তিনি বলেন সিলেট বিমানবন্দর থানা বিএনপির যে কমিটি হয়েছে সেটা জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণা করা হয়েছে। কেন্দ্র থেকে যে ঘোষণা আসছে তা অনুসরণ করে এ কমিটি চলবে।
তিনি আরো বলেন আজকের এই আয়োজন দেখে বিএনপির ঘরানা যারা আছেন বা বন্ধুবান্ধব যারা আছেন তাদের আয়োজনে আমি আনন্দিত হয়েছি এবং উচ্ছ্বাসিত হয়েছি তিনি বলছেন আরও এরকম আয়োজন হওয়া প্রয়োজন এবং হওয়া দরকার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের কর্মীবৃন্দ ও বন্ধুমহলের যুক্তরাষ্ট্র প্রবাসী নিদাল শাহবাজ খান, যুক্তরাজ্য প্রবাসী শফিকুল হাসান সুজন, যুক্তরাজ্য প্রবাসী রুমেল চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহরিয়ার হুসেন শাহীন ও যুক্তরাষ্ট্র প্রবাসী মামুন।
আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এনামুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, মহানগর স্বেচ্ছাসেবক দল শাহপরান থানার যুগ্ম আহবায়ক রাসেল খান ও ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ।
এছাড়াও সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের কর্মীবৃন্দ ও বন্ধুমহলের দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা তানবীর আহমদ খান, মুহাম্মদ মুমিন আহমদ, ফারহান আহমদ জাহেদ, ইফতেখার রহমান রাসেল, জহিরুল ইসলাম রায়হান, মুহাম্মদ মুরাদ, শহীদুল ইসলাম চিনু ও বেলাল হোসেন।