Home BangladeshSylhet নগরীর আম্বরখানায় ক্লিন সিটি সিলেটের ৪ টেখায় ইফতার বিতরণ

নগরীর আম্বরখানায় ক্লিন সিটি সিলেটের ৪ টেখায় ইফতার বিতরণ

by Londonview24
0 comment

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাসে ক্লিন সিটির সিজন-৫ এর ৩য় ধাপে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ৪ টেখায় ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) নগরীর আম্বরখানায় পথচারী রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করেন প্রধান অতিথি সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ক্লিন সিটি সামাজিক সংগঠনের সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল লতিফের পরিচালনায় ৪ টেখায় ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশন সিলেটের ব্যুরো প্রধান ইকরামুল কবির।.


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিউজিক ভিডিও পরিচালক, সুহেল আহমদ, অভিনেতা আব্দুল মতিল লাল, সাংবাদিক জয়ন্ত কুমার দাস, সংগঠনের অর্থ সম্পাদক সুয়েব নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের, লজিস্টিক সম্পাদক তারেক রহমান, সদস্য জোবায়ের, নাসির, ফাহিম, শিহাব, বাবুল, রুবেল, রবিউল, আলি, ইব্রাহিম, শিপন, সুজন, মারুফ, রাজিব, নাশিদ, ইব্রাহিম, রিফাতুল গনি, মাহদিন ইফতেখার বৈশাখ, মো: রুম্মান, রাসেল আহমদ, রেদোয়ান, সাদিয়া বেগম, মিতু, সুরাইয়া, রুহি, সাবের, সাব্বির, প্রমুখ। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment