
চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হওয়ার জেরে খুলশী থানার অফিসার ইনচার্জকে (ওসি) স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আজ শনিবার ওসিকে স্ট্যান্ড রিলিজ করা হয়। শুক্রবার রাতে নগরীর খুলশী থানার কুসুমবাগ এলাকায় এ সংঘাতের ঘটনা ঘটে।
ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে লালখান বাজার এলাকার বিএনপি নেতা শাহ আলম ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।