Home BangladeshSylhet ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সিলেট মহানগরীর ইফতার

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সিলেট মহানগরীর ইফতার

by Londonview24
0 comment

রমজানের আলোকে সামাজিক ও
অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে
—-ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সিলেট মহানগরীর উপদেষ্টা ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মাহে রমযান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাস। বেশি বেশি আমল, দান ও সাদাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে রমজান হচ্ছে উৎকৃষ্ট সময়। রমজানের শিক্ষার আলোকে নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি ইসলামের সুমহান বাণী সবার কাছে পৌঁছে দিতে হবে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠায় প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে। নিজের পেশাগত দায়িত্ব পালনে সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি সোমবার (১৭ মার্চ) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে সিলেটে বসবাসরত ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফোরামের মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডের সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা মিজানুর রহমান, ফোরাম সিলেট মহানগরীর আইন উপদেষ্টা এডভোকেট আলিম উদ্দিন, ফোরামের সিলেট অঞ্চলের পরিচালক ও পেশাজীবি -১ থানা সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার নিয়াজ মোঃ আজিজুল করিম।
বক্তব্য রাখেন- ফোরামের মহানগর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান চৌধুরী সোহেল, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ইসলামী ব্যাংক শাহপরান শাখার ম্যানেজার ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, ফোরামের মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন রাজু, ইঞ্জিনিয়ার আলাউর রাহমান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল কিবরিয়া চৌধুরী। এছাড়া মাহফিলে সিলেটে কর্মরত দুই শতাধিক ইঞ্জিনিয়ার অংশ নেন।

You may also like

Leave a Comment