Home Bangladesh পাহারাদারের মরাদেহ পড়ে ছিল মাছের ঘেরে

পাহারাদারের মরাদেহ পড়ে ছিল মাছের ঘেরে

by Londonview24
0 comment

সাতক্ষীরার গোপিনাথপুর এলাকার একটি মাছের ঘের থেকে আব্দুর রহমান গাজী (৪৭) নামে এক পাহারাদারের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরতলীর গোপিনাথপুরে আয়ুব আলী নামে একজনের মাছের ঘেরের ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান সদর উপজেলার তালতলা এলাকার মৃত বাবর আলীর ছেলে। তিনি স্থানীয় অহিদের মাছের ঘেরে পাহারাদার ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে আব্দুর রহমান অহিদের মাছের ঘেরে পাহারা দিতে যান। তার পাশেই আয়ুব আলীর ঘেরে বৈদ্যুতিক সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময় অসাবধানতার কারণে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। সকালে তার মরাদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

ওসি আরও জানান, নিহতের মরাদেহ ময়নাদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনও পর্যান্ত কেউ থানায় অভিযোগ করেনি।

You may also like

Leave a Comment