মোঃ সহিদুজ্জামান সুজন (সিলেট প্রতিনিধি) : সিলেটের দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতার বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার ২৭ নং ওয়ার্ডের পাঠান পাড়ার ৪১নং এ মুহাঃ আবুল কাশেম গাজীর পুত্র সাবেক শিবির নেতা মুহাঃ আব্দুল আজিজ এর বাসায় এই তল্লাশী চালানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা থানার ২৭নং ওয়ার্ডে মুহাঃ আবুল কাশেম গাজীর পুত্র সাবেক শিবির নেতা মুহাঃ আব্দুল আজিজ কয়েক বছর থেকে প্রবাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে সে শিবির ও জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। প্রবাসে গিয়েও সে জামায়াতের রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি বিগত সময়ে সে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করায় বিভিন্ন হুমকি ধামকির স্বীকার হয়েছে। তার নামে একাধিক মামলার ওয়ারেন্ট থাকার কারণে পুলিশ তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন বলেন, মুহাঃ আব্দুল আজিজ এর নামে একাধিক মামলার ওয়ারেন্ট থাকায় পুলিশ অভিযানে গিয়েছিল। তবে পুলিশ খবর পেয়েছে সে নাকি প্রবাসে অবস্থান করছে এবং সে ২৭ং ওয়ার্ডের এই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতো। তার আসল বাড়ি খুলনা সেটা নিশিত করেছেন এই বাসার মালিক। আমরা আদালতে সেই তথ্য উপস্থাপন করবো।