Home Bangladesh নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

by Londonview24
0 comment

নরসিংদীতে ডিস ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে মাধবদী থানার শেখেরচর-বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজু মিয়া (২২) মাধবদী থানার পৌলাণপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং আহত বখতিয়ার মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি ও যুবদল নেতা ইফতেখার আলমের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ডিস, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়নের যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তিনদিন আগে ইফতেখারের ছোট ভাই জ্যোতিকে মারধর করে আকরাম ও তার সহযোগীরা। এর জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইফতেখার গ্রুপের ডিস ব্যবসার কর্মী মনজুরের মৃত্যু হয় এবং আহত হন তাঁতীদল নেতা বখতিয়ার।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

You may also like

Leave a Comment