Home Bangladesh ১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত, কর্নেল অলি আহমেদ

১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত, কর্নেল অলি আহমেদ

by Londonview24
0 comment

ভারতের উদ্দেশ্য করে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ

‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’

১০ দিনের ট্রেনিং এ এক কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বীরবিক্রম। এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপনারা মনে কইরেন না, আপনাদের দেওয়া নাম বিজিবি আছে, এটা এখন বিজিবি না, এটা এখন বিডিআর। সুতরাং কোন অন্যায় কাজ এদেশের ১৮ কোটি মানুষ মেনে নেবে না।

আমি আগেই বলেছি, আমাদের সৈনিক সংখ্যা হচ্ছে এক কোটির উপরে। ১০ দিনের ট্রেনিং এ এক কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে। সুতরাং আমাদের সাথে ফাজলামি করে কোন লাভ হবে না। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। আমাদের উপর মাতবরি করবেন না।

You may also like

Leave a Comment