Home Bangladesh সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’

সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’

by Londonview24
0 comment

দেয়ালে লেখা সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক সমন্বয়ককে। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামে সমন্বয়ক ফা-আরদ্বীনের বাড়ির দেয়ালে এমন হুমকি লিখে যায় দুর্বৃত্তরা।

জানা গেছে, ফা-আরদ্বীন রহমান সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দেয়ালের লেখাগুলো দেখার পর তার পরিবারের সদস্যদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছেন ফা-আরদ্বীন রহমান। পুলিশ বলছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment