আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত ৯, ১০ ও ১১ জানুয়ারি সিলেট এমসি কলেজ মাঠে ৩ দিনব্যাপী ৩৬তম তাফসীর মাহফিলের শেষদিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করেছেন গবেষক ড. মিজানুর রহমান আজহারী।
প্রত্যক্ষদর্শির সূত্রমতে, এমসি কলেজ মাঠের ৩নাম্বার গেইটে আগে থেকেই বেশ উত্তেজনা বিরাজ করছিলো। সেই সুবাদে মাহফিল এর একপাশ দিয়ে বেশ বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় বক্তা এবং আয়োজক কমিটির বার বার প্রচেষ্টায় উত্তেজিত স্রোতাকে থামানো যায় নি। এক পর্যায়ে তড়িগড়ি করে “সিলেট আজকে কি করেছো, আমার মনে থাকবে” বলে প্রধান বক্তা মোনাজাত এর মাধ্যমে সময়ের আগেই মাহফিল শেষ করেন।
উক্ত ঘটনায় কেউ ই আহত হন নি বলে জানা গেছে। নেটিজনরা মনে করেন যে, যারা এই বিশৃঙ্খলা করেছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার।