Home Bangladesh নেতারা পালাবেন কিন্তু বাকি সবার বাড়ি ঘর আমরা চিনি, নাদেল এর হুমকি

নেতারা পালাবেন কিন্তু বাকি সবার বাড়ি ঘর আমরা চিনি, নাদেল এর হুমকি

by Londonview24
0 comment

বেঙ্গল নিউজ ২৪ এর আয়োজনে গত ৮ই জানুয়ারি সম্পাদক তৈমুর তুষার এর সঞ্চালনায় “আগামীর রাজনীতি” শিরোনামে একটি লাইভ অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসন এর সাবেক এমপি ও আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরি নাদেল ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ এর চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ।

উক্ত লাইভ অনুষ্টান এ শফিউল আলম চৌধুরি নাদেল বলেন, জুলাইয়ের ধ্বংসাত্বক আন্দোলনের সকল দ্বায়ভার বর্তমান অবৈধ অন্তর্বর্তিকালীন সরকারকে নিতে হবে এবং তাদের সকলকে ছাত্র হত্যার দায়ে বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে।

এসময় তিনি আরো বলেন, যারাই এই আন্দোলনের সাথে আছেন বা ছিলেন তাদেরকে ভারত গ্রহন করবে না সেই ব্যবস্থা করা হয়েছে। বিমানের মাধ্যমে ৫,৬ জন পালাতে পারলেও বাকিদের বাংলাদেশ এর মাটিতে থাকতে হবে। এদের বাড়ি ঘর সবাই চিনে বলে হুমকি প্রদান করেন। ৫ই আগষ্টকে নিছক একটি দূর্ঘটনা বলে তিনি উল্লেখ করেন এবং খুব দ্রুত আওয়ামীলীগ আবার মাঠে ফিরবে বলে জানান এসময় তিনি কে কে আওয়ামীলীগ এর বিরুদ্ধে মামলা দিচ্ছে, কারা হামলা করতেছে তাদের সকলকে হুশিয়ার করে দেন। তিনি আরো বলেন যে, ছাত্রলীগ কে শিবির কলুষিত করেছে। ছাত্রলীগ এর মধ্যে থেকে শিবির ডুকে তাদের বিতর্কিত করেছে। জুলাই বিপ্লবে হত্যার দ্বায়ভার ছাত্রলীগের উপর চাপিয়ে দেয়া হচ্ছে যা মূলত করেছে অনুপ্রবেশকারীরা যারা জামায়াত-শিবির এর কর্মী।

তিনি নেতাকর্মীদের বার্তা দেন যে, তারা যেনো সজাগ দৃষ্টি রাখে সবসময়। কঠিন সময়ে নেতাকর্মীর মনোবল কে উজ্জীবিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যটি নেতাকর্মীরা ব্যপকভাবে ছড়িয়ে দিচ্ছেন এবং প্রতিরোধ গড়ে তুলার আহব্বান জানাচ্ছেন।

You may also like

Leave a Comment