Home Bangladesh ঠাকুরগাঁও এ ইত্যাদি তে হামলা

ঠাকুরগাঁও এ ইত্যাদি তে হামলা

by Londonview24
0 comment

বিটিভির জনপ্রিয় টিভি শো ইত্যাদি তে হামলা।

ঠাকুরগাঁও এ টিভি শো ইত্যাদির অনুষ্টান ধারন করার সময় সংঘর্ষ। এ সময় দু গ্রুপ বাকবিতন্ডতায় জড়ায় এবং এক সময় তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রমতে জানা যায় যে, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২হাজার মানুষের পাসের ব্যবস্থা করা হয়। ধারন ক্ষমতার চেয়ে অধিক মানুষের সমাগম হয়। এক পর্যায়ে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের জনতার মাঝে ভাংচুর ও মারামারি হয়। স্থানীয় তথ্যমতে অনেকেই বিএনপি কে এই ঘটনার সাথে জড়িত বলে মনে করছেন।

তবে ইত্যাদি কর্তৃপক্ষ সব দায়ভার উৎসুক জনতার উপর দিয়ে অনুষ্টান স্থগিত করেছে।

স্থগিত করার ঘোষনায় ‘ইত্যাদি’ অনুষ্টানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চাইছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যার্থ।

You may also like

Leave a Comment