লন্ডনের হোয়াইচ্যাপল মক্কাগ্রীল রেস্টুরেন্টের হল রুমে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্যা পিপল এর উদ্দোগে ৩০শে ডিসেম্বর ২৪, সোমবার, দেশব্যাপী গুপ্তহত্যা, সচিবালয়ে আগুন এবং অব্যাহতভাবে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি ইঞ্জি:আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভার সূচনা বক্তব্য প্রদান করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাসুদ।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পলায়ন করলেও তার দোসররা বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে। টার্গেট করে চোরাগুপ্তা হামলা চালিয়ে ডিসেম্বর মাসেই তিনজন মেধাবী ছাত্রকে হত্যা এবং অনেককে আহত করা হচ্ছে। উক্ত সভা থেকে অবিলম্বে সকল খুনীদের গ্রেফতার এবং আওয়ামীলীগকে নিষিদ্ধের জোর দাবি জানানো হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন শাওন,সংগঠনটির সহ-সভাপতি আমিনুল ইসলাম আনহার,যুগ্ম-সাধারন সম্পাদক মো:সানাউর রহমান চৌধুরী,প্রচার সম্পাদক আবুল কালাম লস্কর,প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ,দপ্তর সম্পাদক মো:কাওছার আহমেদ,মানবাধিকার কর্মী আমিনুল ইসলাম মুকুল,সাবেক ছাত্রনেতা মিনহাজুল আবেদিন রেজা।
সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুল মুমিন রাহী, আব্দুল কুদ্দুস মাছুম,ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল সহ-সভাপতি আবুল মনসুর,সাজেদ আহমদ, শিমুল ইসলাম, মো:আবু সাঈদ,শাকিল আহমদ, মো: ফজলুর রহমান, এস এইচ এম এ লতিফ, সৈয়দা রিপা বেগম সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি