নিজস্ব প্রতিবেদক-
জামালগঞ্জ উপজেলায় ৩নং ফেঁনারবাক ইউনিয়নের ‘লক্ষ্মীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র’ তৎসংলগ্ন সরকারি গোপাট সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক ঘর-বাড়ি নির্মান ও দখলের অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে২০২১ সালের ৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জামালগঞ্জ বরাবর গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। দায়েরকৃত অভিযোগ বলা হয়, ক্ষমতা ও ভীতিপ্রদর্শনপূর্বক গ্রামের নিম্নোক্ত ব্যক্তিবর্গ মৃত চানফর আলীর ছেলে মকবুল হোসেন, মকবুল হোসেনের ছেলে জাকের হোসেন, চানফর আলীর ছেলে মালি হোসেন, মালি হোসেনের ছেলে এরশাদ মিয়া ও খালেক মিয়ার ছেলে রাসেল মিয়া জোরপূর্বক সরকারি গোপাট ও গোপাটের পাশে স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গার উপর জোরপূর্বক ঘর বেঁধে দখল করে রেখেছে।
এলাকাবাসী জানান, বর্তমান বৈশাখী মৌসুমে কৃষকের ধান,গরু-ছাগল নিয়ে এই রাস্তায় চলাচল করে। গ্রামবাসী জায়গা ছাড়তে বললে তারা ছাড়তে অস্বীকৃতি জানান। এছাড়াও সরকারি গোপাটে মাটি কাটতে বাঁধা দেন। এক ফসলা বৈশাখী ধান উঠাতে রাস্তাটির অত্যন্ত উপযোগী বলেও জানান একাধিক কৃষক।
এলাকাবাসীর আরও জানান, অভিযোগ দাখিলের পর এখনোও সম্পুর্ন অবৈধ ভাবে জোরপূর্বক ও ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারী হাসপাতাল ও গোপাটের জায়গা ভোগ দখল করে আছে এই অসাধু চক্র। এ ব্যাপারে প্রশাসন জোরালো পদক্ষেপ নেবার দাবি জানান তারা।
এদিকে, ২নং বিবাদী জাকির হোসেন ৩ নং ফেঁনারবাক ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। আওয়ামী লীগ সরকার পতনের পর তৌফিক চৌধুরী ও জুলফিকার চৌধুরী রানার আশ্রয়-প্রশ্রয়ে এলাকায় হুমকি-ধামকি, প্রভাব বিস্তার করে আসছেন। তার এরূপ উৎপাত এবং অত্যাচারে এলাকাবাসী ক্ষুব্ধ ও অসন্তুষ্ট।