Home Bangladesh গান বাংলার কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার

গান বাংলার কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার

by Londonview24
0 comment

সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীত শিল্পী কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যা মামলায় রোববার মধ্যরাতে গান বাংলার কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

এরই মধ্যে পুলিশ কৌশিক হোসেন তাপসকে আদালতে নিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছে। এর আগে গত জুলাই-আগস্টের কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্ট সহিংসতায় গান বাংলার ভবনে ভাঙচুর করা হয়। ভবনটির অধিকাংশ ফ্লোরজুড়ে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, সাউন্ড সিস্টেম, শুটিং ফ্লোর, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ।

গানবাংলা চ্যানেলে বিভিন্ন সময় দেশের প্রায় সব সংগীতশিল্পীকে গাইতে দেখা গেছে। এ ছাড়া বিগত সরকারের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করতেন কৌশিক হোসেন তাপস।

You may also like

Leave a Comment