Home Bangladesh ৫ বছরেও বেতন পাননি পলিটেকনিকের ৭৩৮ জন শিক্ষক

৫ বছরেও বেতন পাননি পলিটেকনিকের ৭৩৮ জন শিক্ষক

by Londonview24
0 comment

মো: সাহিদুজ্জামান সুজন (সিলেট ব্যুরো চিফ)ঃ

৫ বছরেও বেতন পাননি পলিটেকনিকের ৭৩৮ জন শিক্ষক যার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন।

শিক্ষকদের এই ন্যায্য দাবি আদায়ের লক্ষে আজ ৩০শে অক্টোবর সিলেট পলিটেকনিক ক্যাম্পাসে আয়োজন করা হয় মানববন্ধনের। কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৪৯ টি পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৩৮ জন শিক্ষকের ৫১ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান ও পাঁচ বছর ধরে চলমান চাকরি রাজস্ব খাতে সম্পন্ন করনের জন্য মূলত এই মানববন্ধন করা হয়েছে। বিগত দিনে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার পরও কোন ধরনের সুরাহা পান নি বলে মানববন্ধনে থেকে অভিযোগ করা হয়। পলিটেকনিকের শিক্ষার্থীরা বলেন অতি দ্রততম সময়ের মধ্যে যদি কোন ধরনের সমাধান করা না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাবেন। শিক্ষকরা বলেন, পাঁচ বছর থেকে তারা কোন ধরনের বেতন ভাতা পাচ্ছেন না যার ফলে হিমশিম খেতে হচ্ছে তাদের পরিবার চালাতে। তারা খুব দ্রুত এটি সমাধান করার জন্য সরকারের উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করেন।

You may also like

Leave a Comment